Thursday, September 13, 2018

               ভালবাসা 

           মোঃ অরিদুল্লাহ

  আচ্ছা নন্দিনী, ভালবাসা কি তা কি তুমি বলতে পারবে? ভালবাসা মানে কি নিশুত রাতে হঠ্যাৎ জেগে ওঠা? কোনো এক অজানা ব্যথায় আর্তনাদ করা? কোনো একজনকে খুব বেশি পরিমাণে মনে পড়া ভালবাসা মানেই কি মধ্য রাতের হাহাকার?  তুমি কি কখনো একজন ভালবাসা প্রিয়াশু মানুষকে দেখেছো? যে রাতটা পার  করে নির্ঘুমে,চোখের জলে, আর কোনো একজনকে ভেবে। একটি ক্ষত বিক্ষত হৃদয়কে যদি প্রশ্ন করা হয়, তোমার দুঃখের জন্য কে দায়ী? তখন সে উত্তর দিবে ভালবাসা। যদি একটি মুমূর্ষ আত্নাকে প্রশ্ন করা হয়, তোমার মুমূর্ষতার জন্য কে দায়ী? তখন সে উত্তর দিবে ভালবাসা। যদি একটি সুখী মানুষকে প্রশ্ন করা হয়, তোমার সুখের জন্য কে দায়ী? তখন সে উত্তর দিবে ভালবাসা। তেমনি আমিও ভালবাসা পেতে চেয়েছিলাম, থাকতে চেয়েছিলাম সুখে, হতে চেয়েছিলাম একজন প্রেমিক কিন্তু তুমি আমায় বুঝলে না।  তোমার কাছে আমি এতটাই পর যতটা আকাশ মাটির কাছে, সমুদ্র মরুভূমির কাছে, অহি নকুলের কাছে। আমাকে কোনোদিন তুমি জ্বেলে দেখো নি, শুধু তোমার আক্রোশটায় দেখিয়েছো। তাই হয়তো আমার কাছে, "ভালবাসা পাহাড় চাপা মানুষের মতো মৃত হয়ে থাকবে।"    ---------------------      ধন্যবাদ---------------

No comments:

Post a Comment